মোল্লা vs নাস্তিক, Is Satan The Good Guy? (সিরিজ ৫)
মুক্তির পথিক

(www.atheistrepublic.com এর ফোরামে আলোচিত Satan more righteous than God এর জবাবে এই সিরিজটি লেখা হয়েছে। atheistrepublic এর উক্ত আর্টিকেলের লিংক http://www.atheistrepublic.com/foru...) (দর্শক সারি অধীর আগ্রহে অপেক্ষা করছে, মঞ্চের শেষ দৃশ্য উপভোগ করার জন্য। উপস্থাপক, Podium এর সামনে গিয়ে দাঁড়ালেন...)
উপস্থাপক: আমাদের বিশ্ববিদ্যালয়ের 'যুক্তিবাদী সংঘের' একটি আর্টিকেলের বিপরীতে মোল্লা, I mean, ঐ নামেই তাকে পরিচিত করার জন্য তিনি অনুরোধ করেছেন। তিনি এই আর্টিকেলের বিপরীতে আমাদের কাছে প্রস্তাবনা পাঠিয়েছিলেন, একটি প্রকাশ্য আলোচনা সভা আয়োজনের জন্য। আপনারা এতক্ষণ, Existence of Creator এবং Oneness of Creator নিয়ে তার বক্তব্য শুনেছেন। এবার মূল বিষয়টি নিয়ে Face2Face বিতর্ক অনুষ্ঠিত হবে। এবং তারপর প্রশ্নোত্তর পর্বে আপনারা উভয় বক্তা, Sorry, যুক্তিবাদী সংঘের তরফ থেকে বিতর্কে অংশগ্রহণ করবেন, আপনাদের সবার পরিচিত মুখ, 'শাইন'... প্রশ্নোত্তর পর্বে আপনারা সরাসরি আপনাদের প্রশ্ন উত্থাপন করতে পারবেন। উভয় বক্তার পরামর্শ এবং সম্মতিতেই, বিতর্কের গতানুগতিক ধারা পরিবর্তন করে Face2Face ডিবেটের আয়োজন করা হয়েছে...... সেইসাথে বিতর্কের জন্য বরাদ্দকৃত সময় কমিয়ে প্রশ্নোত্তর পর্বের জন্য বেশি সময় রাখা হয়েছে, যাতে করে সম্মানিত দর্শকবৃন্দ, উভয় বক্তার বক্তব্য হৃদয়াঙ্গম করতে পারেন........(দর্শকদের দিকে চোখ বুলিয়ে) Hope you enjoy....
(দুই পাশের দুই Podium এর দিকে এগিয়ে গেলেন, শাইন এবং মোল্লা।)
নাস্তিক: আমার প্রস্তাবনা তিনটি যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত।
প্রথম পয়েন্ট.... গড বিভিন্ন বাণী পাঠিয়ে শয়তানের বিষোদগার করেছে। অন্যদিকে শয়তান গডের পিছনে বসে এরকম কোন সমালোচনা করেনি। সুতরাং নৈতিক অবস্থান থেকে শয়তানের মর্যাদা উচ্চে।
দ্বিতীয়ত, গড স্ববিরোধী অবস্থান গ্রহণ করেছে। সে একদিকে হত্যা, নির্যাতন, দাসত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে নিজের দাসত্ব না করলে জাহান্নামের শাস্তি দিবে বলেছে। নিজের একসময়ের বন্ধু শয়তানকে শাস্তি দিবে এই কারণে যে, সে ভিন্নমত পোষণ করেছিল।
তৃতীয়ত, গড কোটি কোটি মানুষকে হত্যা করেছে। শয়তান যার কিছুই করেনি.... So, Isn't Satan The Good Guy?
মোল্লা: প্রথম ভিত্তিটি অযৌক্তিক। Let me give you an example, যদি কোন ব্যক্তি আপনার ক্ষতি করতে চায়, আর আমি তা জেনে আপনাকে টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দেই, এর মানে কি, আমার নৈতিক অবস্থান তার থেকে নীচে হয়ে গেল? It's absurd...
আপনি বলেছেন, শয়তান গডের পিছনে তার নিন্দা করে বেড়ায়নি, এইজন্য সে magnanimous..... তাহলে, মুহাম্মদ সা. এর অনুপস্থিতিতে, নাস্তিকদের, তার নিন্দা করে বেড়ানো, এটাই তো প্রমাণ করে যে, Muhammad (s.) is magnanimous.... than the Atheists, কি বলেন?
নাস্তিক: (বিজয়ের হাসি মুখে এনে) মুহাম্মদ? সে হলে তো কথা বলার আগেই কল্লা ফেলে দিত!
মোল্লা: সেটা বরং আপনার জন্য আশীর্বাদই, মরে গিয়ে তো তেল গ্যাস হবেন, এগুলো দিয়ে তো আগুন জ্বালাব, তেল গ্যাস থাকা অবস্থায়, ব্যাথা পাবেন কিনা তাতো আর scientifically প্রমাণ করার উপায় নেই...... অন্তত আগুনে না পুড়ানোর জন্য তাকে ধন্যবাদ দেয়া উচিৎ আপনাদের!
(দর্শক সারি থেকে দুই একটা তালি বেজে উঠল, কিন্তু শাইন কথা শুরু করেছে দেখে আবার তা থেমে গেল...)
নাস্তিক: (মৃদু হেসে) কিন্তু, গডের মত পরনিন্দায় শয়তান তার মূল্যবান সময় নষ্ট করেনি.... গডের নিন্দা করে কোন scripture পাঠায়নি...
মোল্লা: Maybe Satan lied to you, কেননা, আমি www.atheistrepublic.com নামক একটি সাইট পেয়েছি, (চোখ টিপে) যেটা অনেকটাই Digital Satanic Scripture এর মত!
(দর্শকদের মধ্যে হাসির রোল উঠল)
নাস্তিক: I believe neither God nor Satan.....
মোল্লা: ওহ! এরপরও আপনি এমন একজনকে ভাল হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন, যাকে আপনি বিশ্বাসই করেননা!
নাস্তিক: (মোল্লার কথায় কান না দিয়ে) গড যদি সত্যি হয়েও থাকে, আমরা কিভাবে শিউর হব যে, শয়তানই Good guy নয়, এবং God আমাদেরকে brainwash করার চেষ্টা করছেনা?
মোল্লা: গডের কাউকে ব্রেইনওয়াশ করার প্রয়োজন নেই, কারণ ব্রেইনওয়াশড সৃষ্টি, Angels দেরকে তিনি আগেই সৃষ্টি করেছেন। চাইলে আমাদেরকেও ওরকম বানাতে পারতেন, সেক্ষেত্রে, Good guy, Bad guy অপশনই আসতনা।
নাস্তিক: শয়তান এক সময় গডের বন্ধু ছিল, তাইনা? তা সেই বন্ধুকে অনন্তকাল ধরে আগুনে জ্বালানো, What do you think of that move? Godly?
মোল্লা: Definitely, কারণ, প্রথমত, গডের কারও নিকট নিজের মোরাল স্ট্যাটাস প্রমাণের কিছু নেই। দ্বিতীয়ত, গড এমন এক সত্ত্বা, যিনি যেমন দয়া করতে পারেন, তেমনি তীব্র শাস্তিও দিতে পারেন। নাস্তিকদের সমস্যা হচ্ছে, তাদের Problem of evil এর ধারণাটির কাঠামোয়, তারা স্রষ্টার দয়া বিষয়টিকে সামনে নিয়ে এলেও তিনি 'কঠোর শাস্তিদাতা' এই বৈশিষ্ট্যকে অস্বীকার করে। এই প্রব্লেমটা হয়েছে Christian Concept of God গ্রহণের কারণে, যার ফলে, দয়ার জন্য God আর শাস্তির জন্য Evil বা শয়তানকে বেছে নিয়েছে। অথচ ইসলামিক কনসেপ্টে সৃষ্টিকর্তা, তিনি দয়াশীল, একইসাথে কঠোর শাস্তিদাতাও। সুতরাং Comprehensively God এর কন্সেপ্ট অনুযায়ী, সৃষ্টিকর্তা, তাকে অস্বীকারকারীকে কঠোর শাস্তি প্রদান করবে এটা Ungodly কিছু না। বরং অপরাধীকে শাস্তি প্রদান না করা unjust, আর গড মোটেও unjust নন।
(সামনে রাখা পানির গ্লাসে চুমুক দিল মোল্লা)
আশা করি, পরীক্ষার খাতায় কিছু না লিখে শূন্য পাওয়ার কারণে আপনি আপনার Professor দেরকে unjust বলেননা....
(দর্শকদের মধ্যে আবার হাসির রোল উঠল)
মোল্লা vs নাস্তিক, সিরিজ ৫
নাস্তিক: গড, তার উপাসনা না করলে আগুনে পুড়াবে, Atleast শয়তান এই ধরনের কোন হুমকি ধমকি দেয়নি...
মোল্লা: Maybe, Satan lacks the ability to give threat! শয়তানের হয়ত মানুষের সাথে যোগাযোগের কোন মাধ্যমই নেই, সে হয়ত তাকে মানুষের সাথে যোগাযোগের কোন ডিভাইস দেয়ার জন্য ভিক্ষা চেয়েছিল, অবশেষে atheistrepublic নামক একটা সাইট খুলতে পেরেছে...... আর আগুন নিয়ে এত ভয় কিসের? তেল গ্যাস হলে তো এমনিতেই....
(মোল্লার কথা শেষ হতে না হতে)
নাস্তিক: This is ridiculous, শয়তান যদি মানুষের সাথে যোগাযোগ নাই করতে পারত, I mean আপনার সো কলড স্ক্রিপচার অনুযায়ী। তবে মানুষের অন্যায়ের জন্য তাকে দায়ী করা হয় কেন?
মোল্লা: কে বলেছে, আমরা শয়তানকে দায়ী করছি? আল্লাহ বলেছেন, তিনি মানুষকে ভাল মন্দ দুইটি পথই দেখিয়েছেন। মানুষ নিজেই তার অন্যায়ের জন্য দায়ী।
নাস্তিক: (বিভ্রান্ত হয়ে) তাহলে, শয়তানের ভূমিকা কি?
মোল্লা: Thats not your issue, bcz you dont believe in Satan...
নাস্তিক: (বিদ্রূপাত্মক ভংগীতে) Let alone Hereafter, গড তো দুনিয়াতেই মানুষ হত্যা করেছে। অন্তত, গডের মত শয়তান কোটি কোটি মানুষকে হত্যা করেনি। গড তো একবার, কি বলে জানি, Noah's Ark, ওহ, নূহের কিস্তির মাধ্যমে অল্প কিছু লোক ছাড়া দুনিয়ার সব মানুষকেই মেরে ফেলেছিল।
মোল্লা: কোন মোরাল গ্রাউন্ড থেকে মানুষকে হত্যা করা খারাপ বলছেন আপনি?
নাস্তিক: ওহ! তাহলে, এখন আমাকে আমার মোরাল গ্রাউন্ড প্রুফ করতে হবে?
মোল্লা: দরকার নেই, একটা প্রশ্নের উত্তর দিলেই হবে, হিটলার যে লক্ষ লক্ষ ইহুদীকে হত্যা করেছে, এটা কি ভাল না খারাপ?
নাস্তিক: Of Course, Its bad! মোল্লা: তাহলে এই খারাপ হিটলারকে যদি কেউ হত্যা করত, তবে সেটা কি ভাল না খারাপ?
নাস্তিক: (বিরক্ত হয়ে), You know my answer... কেন প্যাঁচাচ্ছেন, খারাপের উৎস নির্মূলকারী অবশ্যই ভাল।
মোল্লা: (নাটকীয় ভঙ্গীতে) হিটলার নিজেকে নিজে হত্যা করেছে, হিটলার হিটলারকে হত্যা করেছে, তাহলে সে কি ভাল, নাকি খারাপ?
(প্রশ্নের তীব্রতায় নাস্তিক হতভম্ব... দর্শক সারি থেকে কেউ একজন সিটি বাজিয়ে উঠল...)
মোল্লা: সুতরাং, দুইটা ভিন্ন ঘটনার জন্য একই নৈতিক উপসংহারে পৌঁছাতে পারছেন না কেন?
নাস্তিক: (একটু অপ্রস্তুত হয়ে) You are trying to save your God...
মোল্লা: I dont need to save anyone.... Looks like, you need to save yourself now.... the audience... They are waiting.... উত্তর দিন...
নাস্তিক: অস্তিত্ব নেই, এমন কারও গোলামী করে হুর পেতে চায়, এমন নির্বোধের কাছে আমার কিছু প্রমাণ করার দরকার নেই...
মোল্লা: (মৃদু হেসে) আমাদের বিতর্ক শুরুই হয়েছিল গড আর শয়তান অস্তিত্বে আছে, এটা মেনে নিয়েই....Otherwise বিতর্কের প্রয়োজন ছিলনা, (তাচ্ছিল্যের হাসি হেসে) অগ্রজ, হামযা ভাই এইজন্যই বলেছিল,
"Atheists! They are Emotional, Not Intellectual..."
(শাইন Podium ছেড়ে নিজের সীটে গিয়ে বসে পড়লেন)
উপস্থাপক: আমরা T20 স্টাইলের একটি দারুণ বিতর্ক উপভোগ করলাম। বিতর্কের ফলাফল আমরা আসলে দর্শকদের উপরই ছেড়ে দিয়েছি... আমরা ভোটাভুটির ব্যাবস্থা করেছিলাম, তার ফলাফল একটু পরেই প্রদর্শিত হবে.... Face2Face ডিবেটের কারণে অনেক পয়েন্টই আমাদের হয়ত বুঝতে সমস্যা হয়, এগুলো বিস্তারিত ব্যাখ্যার দাবী রাখে। প্রশ্নোত্তর পর্বে দর্শকরা আশা করি এ ব্যাপারে উপকৃত হবেন। (পর্দার দিকে তাকাল সবাই...)
মুক্তির পথিক

(www.atheistrepublic.com এর ফোরামে আলোচিত Satan more righteous than God এর জবাবে এই সিরিজটি লেখা হয়েছে। atheistrepublic এর উক্ত আর্টিকেলের লিংক http://www.atheistrepublic.com/foru...) (দর্শক সারি অধীর আগ্রহে অপেক্ষা করছে, মঞ্চের শেষ দৃশ্য উপভোগ করার জন্য। উপস্থাপক, Podium এর সামনে গিয়ে দাঁড়ালেন...)
উপস্থাপক: আমাদের বিশ্ববিদ্যালয়ের 'যুক্তিবাদী সংঘের' একটি আর্টিকেলের বিপরীতে মোল্লা, I mean, ঐ নামেই তাকে পরিচিত করার জন্য তিনি অনুরোধ করেছেন। তিনি এই আর্টিকেলের বিপরীতে আমাদের কাছে প্রস্তাবনা পাঠিয়েছিলেন, একটি প্রকাশ্য আলোচনা সভা আয়োজনের জন্য। আপনারা এতক্ষণ, Existence of Creator এবং Oneness of Creator নিয়ে তার বক্তব্য শুনেছেন। এবার মূল বিষয়টি নিয়ে Face2Face বিতর্ক অনুষ্ঠিত হবে। এবং তারপর প্রশ্নোত্তর পর্বে আপনারা উভয় বক্তা, Sorry, যুক্তিবাদী সংঘের তরফ থেকে বিতর্কে অংশগ্রহণ করবেন, আপনাদের সবার পরিচিত মুখ, 'শাইন'... প্রশ্নোত্তর পর্বে আপনারা সরাসরি আপনাদের প্রশ্ন উত্থাপন করতে পারবেন। উভয় বক্তার পরামর্শ এবং সম্মতিতেই, বিতর্কের গতানুগতিক ধারা পরিবর্তন করে Face2Face ডিবেটের আয়োজন করা হয়েছে...... সেইসাথে বিতর্কের জন্য বরাদ্দকৃত সময় কমিয়ে প্রশ্নোত্তর পর্বের জন্য বেশি সময় রাখা হয়েছে, যাতে করে সম্মানিত দর্শকবৃন্দ, উভয় বক্তার বক্তব্য হৃদয়াঙ্গম করতে পারেন........(দর্শকদের দিকে চোখ বুলিয়ে) Hope you enjoy....
(দুই পাশের দুই Podium এর দিকে এগিয়ে গেলেন, শাইন এবং মোল্লা।)
নাস্তিক: আমার প্রস্তাবনা তিনটি যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত।
প্রথম পয়েন্ট.... গড বিভিন্ন বাণী পাঠিয়ে শয়তানের বিষোদগার করেছে। অন্যদিকে শয়তান গডের পিছনে বসে এরকম কোন সমালোচনা করেনি। সুতরাং নৈতিক অবস্থান থেকে শয়তানের মর্যাদা উচ্চে।
দ্বিতীয়ত, গড স্ববিরোধী অবস্থান গ্রহণ করেছে। সে একদিকে হত্যা, নির্যাতন, দাসত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে নিজের দাসত্ব না করলে জাহান্নামের শাস্তি দিবে বলেছে। নিজের একসময়ের বন্ধু শয়তানকে শাস্তি দিবে এই কারণে যে, সে ভিন্নমত পোষণ করেছিল।
তৃতীয়ত, গড কোটি কোটি মানুষকে হত্যা করেছে। শয়তান যার কিছুই করেনি.... So, Isn't Satan The Good Guy?
মোল্লা: প্রথম ভিত্তিটি অযৌক্তিক। Let me give you an example, যদি কোন ব্যক্তি আপনার ক্ষতি করতে চায়, আর আমি তা জেনে আপনাকে টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দেই, এর মানে কি, আমার নৈতিক অবস্থান তার থেকে নীচে হয়ে গেল? It's absurd...
আপনি বলেছেন, শয়তান গডের পিছনে তার নিন্দা করে বেড়ায়নি, এইজন্য সে magnanimous..... তাহলে, মুহাম্মদ সা. এর অনুপস্থিতিতে, নাস্তিকদের, তার নিন্দা করে বেড়ানো, এটাই তো প্রমাণ করে যে, Muhammad (s.) is magnanimous.... than the Atheists, কি বলেন?
নাস্তিক: (বিজয়ের হাসি মুখে এনে) মুহাম্মদ? সে হলে তো কথা বলার আগেই কল্লা ফেলে দিত!
মোল্লা: সেটা বরং আপনার জন্য আশীর্বাদই, মরে গিয়ে তো তেল গ্যাস হবেন, এগুলো দিয়ে তো আগুন জ্বালাব, তেল গ্যাস থাকা অবস্থায়, ব্যাথা পাবেন কিনা তাতো আর scientifically প্রমাণ করার উপায় নেই...... অন্তত আগুনে না পুড়ানোর জন্য তাকে ধন্যবাদ দেয়া উচিৎ আপনাদের!
(দর্শক সারি থেকে দুই একটা তালি বেজে উঠল, কিন্তু শাইন কথা শুরু করেছে দেখে আবার তা থেমে গেল...)
নাস্তিক: (মৃদু হেসে) কিন্তু, গডের মত পরনিন্দায় শয়তান তার মূল্যবান সময় নষ্ট করেনি.... গডের নিন্দা করে কোন scripture পাঠায়নি...
মোল্লা: Maybe Satan lied to you, কেননা, আমি www.atheistrepublic.com নামক একটি সাইট পেয়েছি, (চোখ টিপে) যেটা অনেকটাই Digital Satanic Scripture এর মত!
(দর্শকদের মধ্যে হাসির রোল উঠল)
নাস্তিক: I believe neither God nor Satan.....
মোল্লা: ওহ! এরপরও আপনি এমন একজনকে ভাল হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন, যাকে আপনি বিশ্বাসই করেননা!
নাস্তিক: (মোল্লার কথায় কান না দিয়ে) গড যদি সত্যি হয়েও থাকে, আমরা কিভাবে শিউর হব যে, শয়তানই Good guy নয়, এবং God আমাদেরকে brainwash করার চেষ্টা করছেনা?
মোল্লা: গডের কাউকে ব্রেইনওয়াশ করার প্রয়োজন নেই, কারণ ব্রেইনওয়াশড সৃষ্টি, Angels দেরকে তিনি আগেই সৃষ্টি করেছেন। চাইলে আমাদেরকেও ওরকম বানাতে পারতেন, সেক্ষেত্রে, Good guy, Bad guy অপশনই আসতনা।
নাস্তিক: শয়তান এক সময় গডের বন্ধু ছিল, তাইনা? তা সেই বন্ধুকে অনন্তকাল ধরে আগুনে জ্বালানো, What do you think of that move? Godly?
মোল্লা: Definitely, কারণ, প্রথমত, গডের কারও নিকট নিজের মোরাল স্ট্যাটাস প্রমাণের কিছু নেই। দ্বিতীয়ত, গড এমন এক সত্ত্বা, যিনি যেমন দয়া করতে পারেন, তেমনি তীব্র শাস্তিও দিতে পারেন। নাস্তিকদের সমস্যা হচ্ছে, তাদের Problem of evil এর ধারণাটির কাঠামোয়, তারা স্রষ্টার দয়া বিষয়টিকে সামনে নিয়ে এলেও তিনি 'কঠোর শাস্তিদাতা' এই বৈশিষ্ট্যকে অস্বীকার করে। এই প্রব্লেমটা হয়েছে Christian Concept of God গ্রহণের কারণে, যার ফলে, দয়ার জন্য God আর শাস্তির জন্য Evil বা শয়তানকে বেছে নিয়েছে। অথচ ইসলামিক কনসেপ্টে সৃষ্টিকর্তা, তিনি দয়াশীল, একইসাথে কঠোর শাস্তিদাতাও। সুতরাং Comprehensively God এর কন্সেপ্ট অনুযায়ী, সৃষ্টিকর্তা, তাকে অস্বীকারকারীকে কঠোর শাস্তি প্রদান করবে এটা Ungodly কিছু না। বরং অপরাধীকে শাস্তি প্রদান না করা unjust, আর গড মোটেও unjust নন।
(সামনে রাখা পানির গ্লাসে চুমুক দিল মোল্লা)
আশা করি, পরীক্ষার খাতায় কিছু না লিখে শূন্য পাওয়ার কারণে আপনি আপনার Professor দেরকে unjust বলেননা....
(দর্শকদের মধ্যে আবার হাসির রোল উঠল)
মোল্লা vs নাস্তিক, সিরিজ ৫
নাস্তিক: গড, তার উপাসনা না করলে আগুনে পুড়াবে, Atleast শয়তান এই ধরনের কোন হুমকি ধমকি দেয়নি...
মোল্লা: Maybe, Satan lacks the ability to give threat! শয়তানের হয়ত মানুষের সাথে যোগাযোগের কোন মাধ্যমই নেই, সে হয়ত তাকে মানুষের সাথে যোগাযোগের কোন ডিভাইস দেয়ার জন্য ভিক্ষা চেয়েছিল, অবশেষে atheistrepublic নামক একটা সাইট খুলতে পেরেছে...... আর আগুন নিয়ে এত ভয় কিসের? তেল গ্যাস হলে তো এমনিতেই....
(মোল্লার কথা শেষ হতে না হতে)
নাস্তিক: This is ridiculous, শয়তান যদি মানুষের সাথে যোগাযোগ নাই করতে পারত, I mean আপনার সো কলড স্ক্রিপচার অনুযায়ী। তবে মানুষের অন্যায়ের জন্য তাকে দায়ী করা হয় কেন?
মোল্লা: কে বলেছে, আমরা শয়তানকে দায়ী করছি? আল্লাহ বলেছেন, তিনি মানুষকে ভাল মন্দ দুইটি পথই দেখিয়েছেন। মানুষ নিজেই তার অন্যায়ের জন্য দায়ী।
নাস্তিক: (বিভ্রান্ত হয়ে) তাহলে, শয়তানের ভূমিকা কি?
মোল্লা: Thats not your issue, bcz you dont believe in Satan...
নাস্তিক: (বিদ্রূপাত্মক ভংগীতে) Let alone Hereafter, গড তো দুনিয়াতেই মানুষ হত্যা করেছে। অন্তত, গডের মত শয়তান কোটি কোটি মানুষকে হত্যা করেনি। গড তো একবার, কি বলে জানি, Noah's Ark, ওহ, নূহের কিস্তির মাধ্যমে অল্প কিছু লোক ছাড়া দুনিয়ার সব মানুষকেই মেরে ফেলেছিল।
মোল্লা: কোন মোরাল গ্রাউন্ড থেকে মানুষকে হত্যা করা খারাপ বলছেন আপনি?
নাস্তিক: ওহ! তাহলে, এখন আমাকে আমার মোরাল গ্রাউন্ড প্রুফ করতে হবে?
মোল্লা: দরকার নেই, একটা প্রশ্নের উত্তর দিলেই হবে, হিটলার যে লক্ষ লক্ষ ইহুদীকে হত্যা করেছে, এটা কি ভাল না খারাপ?
নাস্তিক: Of Course, Its bad! মোল্লা: তাহলে এই খারাপ হিটলারকে যদি কেউ হত্যা করত, তবে সেটা কি ভাল না খারাপ?
নাস্তিক: (বিরক্ত হয়ে), You know my answer... কেন প্যাঁচাচ্ছেন, খারাপের উৎস নির্মূলকারী অবশ্যই ভাল।
মোল্লা: (নাটকীয় ভঙ্গীতে) হিটলার নিজেকে নিজে হত্যা করেছে, হিটলার হিটলারকে হত্যা করেছে, তাহলে সে কি ভাল, নাকি খারাপ?
(প্রশ্নের তীব্রতায় নাস্তিক হতভম্ব... দর্শক সারি থেকে কেউ একজন সিটি বাজিয়ে উঠল...)
মোল্লা: সুতরাং, দুইটা ভিন্ন ঘটনার জন্য একই নৈতিক উপসংহারে পৌঁছাতে পারছেন না কেন?
নাস্তিক: (একটু অপ্রস্তুত হয়ে) You are trying to save your God...
মোল্লা: I dont need to save anyone.... Looks like, you need to save yourself now.... the audience... They are waiting.... উত্তর দিন...
নাস্তিক: অস্তিত্ব নেই, এমন কারও গোলামী করে হুর পেতে চায়, এমন নির্বোধের কাছে আমার কিছু প্রমাণ করার দরকার নেই...
মোল্লা: (মৃদু হেসে) আমাদের বিতর্ক শুরুই হয়েছিল গড আর শয়তান অস্তিত্বে আছে, এটা মেনে নিয়েই....Otherwise বিতর্কের প্রয়োজন ছিলনা, (তাচ্ছিল্যের হাসি হেসে) অগ্রজ, হামযা ভাই এইজন্যই বলেছিল,
"Atheists! They are Emotional, Not Intellectual..."
(শাইন Podium ছেড়ে নিজের সীটে গিয়ে বসে পড়লেন)
উপস্থাপক: আমরা T20 স্টাইলের একটি দারুণ বিতর্ক উপভোগ করলাম। বিতর্কের ফলাফল আমরা আসলে দর্শকদের উপরই ছেড়ে দিয়েছি... আমরা ভোটাভুটির ব্যাবস্থা করেছিলাম, তার ফলাফল একটু পরেই প্রদর্শিত হবে.... Face2Face ডিবেটের কারণে অনেক পয়েন্টই আমাদের হয়ত বুঝতে সমস্যা হয়, এগুলো বিস্তারিত ব্যাখ্যার দাবী রাখে। প্রশ্নোত্তর পর্বে দর্শকরা আশা করি এ ব্যাপারে উপকৃত হবেন। (পর্দার দিকে তাকাল সবাই...)
0 on: "মোল্লা vs নাস্তিক, Is Satan The Good Guy? (সিরিজ ৫)"